শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নিরপেক্ষতার ন্যূনতম খোলসও সিইসি’র মধ্যে নেই : বিএনপি

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সিইসি কে এম নুরুল হুদার মধ্যে নিরপেক্ষতার ন্যূনতম খোলসটুকুও নেই। দিন যতো যাচ্ছে ততই দলীয় চেহারাটাও ফুটে উঠছে। তিনিও রকিব উদ্দিনের রক্তচিহ্ন পথ ধরেই অগ্রসর হচ্ছেন।
গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, রকিবউদ্দিন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে যেভাবে আওয়ামী প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া ছিলেন, রকিবউদ্দিন কমিশন অনাচারমূলক পন্থা অবলম্বন করতেনÑ ঠিক সেভাবেই বর্তমান কমিশনও নির্লজ্জের মতো সেটাই অনুসরণ করছে।
বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, আগের ইসি’র মতো বিএনপি মনোনীত প্রার্থীদেরকে মনোনয়ন পত্র জমাদানে বাধাদান, প্রচারণায় হামলা, মাইক ও লিফলেট-পোস্টার ছিঁড়ে ফেলা, বাড়ীঘর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী এজেন্ট যেন না হয়, সেজন্য বিএনপি প্রার্থীর সমর্থকদের জীবননাশের হুমকি প্রদান করা হচ্ছে। সামান্য কয়েকটি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে এরই মধ্যে প্রাণ দিতে হয়েছে দু’জনকে। এতসব ঘটনার পরেও বর্তমান সিইসি সেই কাজী রকিবউদ্দিনের বাঁশীতেই ফুঁ দিয়ে যাচ্ছেন।
বর্তমান সিইসি আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার লাইসেন্স নিয়েই এগিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, নানা তামাশার পরে বর্তমান ইসি গঠন করা হয়েছে। আমরা সেদিনই বলেছিলাম, বাকশালী সার্চ কমিটি করা হয়েছে সেটি দিয়ে বাকশালী ইসি গঠিত হওয়া ছাড়া ভালো কিছু হবে না। সেটি প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে। নিরপেক্ষতার ন্যূনতম খোলসটুকুও সিইসি’র মধ্যে নেই। তিনি বলেন, মৃতপ্রায় গণতন্ত্রকে পুনরুজ্জীবনের জন্য আন্দোলনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও আমরা অংশগ্রহণ করি। কিন্তু আওয়ামী লীগ শুনে না ধর্মের কাহিনী। একটি প্রবাদ আছে- কয়লার কালি যায় না ধুলেও, স্বভাব যায় না মইলেও (মৃত্যুবরণ করলেও)। আওয়ামী ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের মনোনীত কমিশনের জন্য এই প্রবাদটি লাগসই।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত বৃহস্পতিবার বিএনপি ঘোষিত দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে দেশের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রাজশাহী, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশী হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী আহত ও গ্রেফতার করা হয়। এছাড়া তিনি বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশী ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন