শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাংলা একাডেমীর সামনে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র বাংলা একাডেমীর ঐতিহ্যবাহী বর্ধমান হাউসের সামনে ধারণ করা ‘ইত্যাদি’র একটি পর্ব। কয়েক হাজার দর্শক নিয়ে ২০০৯ সালের ১৭ই অক্টোবর বাংলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠানটি ধারণ করা হয়। বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশকিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। ৬ ফুট বা তারও বেশি উচ্চতার দীর্ঘকায় মানুষদের নিয়ে পরিবেশবান্ধব একটি সংগঠনের উপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। যশোহরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের শহিদুল ইসলাম ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার আরকান্দি গ্রামের শরিফুল শেখের উপর রয়েছে একটি মর্মস্পর্শী প্রতিবেদন। শিক্ষার প্রতি প্রবল আগ্রহের পথে হতদরিদ্র অবস্থাও যাদের বাধা হতে পারেনি। কিশোরগঞ্জের দুই প্রতিবন্ধী ভাইয়ের সংগ্রামী জীবনের উপর রয়েছে একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। এছাড়াও ‘ইত্যাদি’র এবারের পর্বে অনেকের কাছেই অজানা ও অচেনা একটি অভিনব গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। রয়েছে ভারতের ফতেপুর সিক্রির গেট ও যোধাবাঈ প্যালেস এর উপর একটি বিদেশি প্রতিবেদন। এবারের ‘ইত্যাদি’তে মূল গান রয়েছে দু’টি। সত্তর দশক থেকে এখন পর্যন্ত একইভাবে জনপ্রিয় দু’জন শিল্পী ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে রয়েছে একটি দ্বৈত সঙ্গীত এবং মোহাম্মদ রফিকউজ্জামান-এর লেখা ও আলী আকবর রুপুর সুরে শিশুদের নিয়ে একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন স্বনামখ্যাত গায়ক এ্যান্ড্রু কিশোর। ‘ইত্যাদি’র এই পর্বে দর্শক বাছাই করা হয়েছে বাংলা একাডেমীকে নিয়ে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন