বিনোদন ডেস্ক : সাম্প্রদায়িকতামুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে বাঙলা নাট্যদল আগামী আজ সন্ধ্যায় তাদের দর্শক নন্দিত নাটক তুই চোর-এর প্রদর্শনী করবে। এছাড়া আগামী ১৬ থেকে ১৮ মার্চ খেয়ালী নাট্যোগোষ্ঠী আয়োজিত তিন দিনের নাট্যোৎসবের দ্বিতীয় দিনে বাঙলা নাট্যদলের নাটকটি প্রদর্শিত হবে। দল প্রধান আবিদ আহমেদ জানান, তারুণ্যদীপ্ত থিয়েটার সংগঠন বাঙলা নাট্যদল সক্রিয় নাট্যচর্চার পাশাপাশি সকল সাংস্কৃতিক কর্মকা-ে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। তুই চোর নাটকটি রচনা করেছেন নাসির আহমেদ ও নির্দেশনা আবিদ আহমেদ। নাটকের গল্পে দেখা যায় গ্রামের সাধারণ নিরীহ মানুষ সব সময় তাদের নিজ পেশার কাজে ব্যস্ত থাকে। তাদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক নেতারা নিজেদের আখের গোচায়। ভোটের সময় মিথ্যা আশ্বাস আর মিথ্যা বুলি বলে বেড়ায়। কিন্তু তবুও মানুষ স্বপ্ন দেখে অথচ তাদের কথার বাস্তব রূপ তেমন একটা দেখা যায় না। কখনো তাদের মধ্যে বলে উঠে, আমি বলি তুমি চোর আর তুমি বলো আমি চোর। নাটকটি অভিনয় করেছেন আবিদ আহমেদ, জামিল উদ্দিন লোটাস, সেলিম বহুরূপী, নাসির আহমেদ, সুবর্ণা মীর, সৈয়দ পার্ল, মিজান রহমান, মেহজাবীন রাত্রি, মাসুদ তালুকদার, রাজু হোসাইন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন