বিনোদন ডেস্ক : সিনিয়র চিত্রনায়িকা রোজিনা এবার একটি পোশাক হাউসের মডেল হলেন। ‘বিশ্বরঙ’ নামে একটি ফ্যাশন হাউসের মডেল হিসেবে তাকে দেখা যাবে। এর মাধ্যমে প্রথমবার কোনো ফ্যাশন হাউসের মডেল হলেন তিনি। শিঘ্রই ঢাকার বিভিন্ন স্থানে বিলবোর্ডে শোভা পাবে ছবিগুলো। রোজিনার ছবি তুলেছেন সাফওয়াত খান সাফু। আশির দশকের জনপ্রিয় এ নায়িকা তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি কলকাতা ও পাকিস্তানের সিনেমাতেও কাজ করেছেন। ‘হাম সে হায় জামানা’র জন্য তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড অর্জন করেন। রোজিনা এখন ব্যস্ত আছেন ‘বীরাঙ্গনা’ সিনেমার চিত্রনাট্য নিয়ে। সরকারি অনুদানের জন্য মন্ত্রণালয়ে চিত্রনাট্যটি জমা দেয়া হয়েছে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন