অভিনয় করেই বিশ্বখ্যাতি পেয়েছেন জেক জিলেনহাল, তবে সঙ্গীতই তার প্রথম প্রেম বলে জানিয়েছেন অভিনেতাটি।
৩৬ বছর অভিনেতাটি জানিয়েছেন, নতুন করে ব্রডওয়েতে ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’ নাটকের পুনঃমঞ্চায়নে তিনি তার কণ্ঠসঙ্গীতে দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাচ্ছেন বলে রোমাঞ্চিত। জর্জ নাটকটিতে জর্জের ভূমিকায় অভিনয় করছেন আর কেলি রিপা তার ঘটকের ভূমিকায় অভিনয় করবেন।
“সঙ্গীতের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে পারা একটি ভালো ধরনের সুযোগ, পারিবারিকভাবেই আমি এই শিল্প চর্চা করে এসেছি। শৈশবে স্কুলে আমি সঙ্গীতের মধ্য দিয়ে বড় হয়েছি। অভিনেতা হিসেবে আমি অসাধারণ সব সুযোগ পেয়েছি, এসব সুযোগ যখন ছিল তা কিভাবে এড়িয়ে যাওয়া যায়, তাতেই আমি অভিনয়ের পথ দিয়ে এগিয়ে গেছি। তবে সত্য কথা হলো আমার প্রথম প্রেম হচ্ছে সঙ্গীত এতেই আমার হৃদয় বাঁধা আছে। সুতরাং শেষপর্যন্ত এটি অনুশীলনের যে সুযোগ পেয়েছি তাতে ভালো লাগছে, বিশেষ করে সবাই যেমন বলছে মনে হয় সে এই কাজটি পারবে,” জিলেনহাল বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন