চার্লি চৌহান আবার একটি শক্তিশালী ভূমিকায় অভিনয় শুরু করতে যাচ্ছেন। বিবিসি ওয়ার্ল্ডওয়াইড ইন্ডিয়া লিমিটেড নির্মিত এমটিভি ইন্ডিয়ার ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’ সিরিজে মুক্তির ভূমিকায় অভিনয় করে চার্লি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।
চার্লি এবার ‘অ্যায় জিন্দেগি’ নামের একটি শোতে একজন স্টান্ট-উওম্যানের ভূমিকায় অভিনয় করবেন। এই সিরিজটিও বিবিসি ওয়ার্ল্ডওয়াইড ইন্ডিয়া লিমিটেড প্রযোজনা করছে।
‘অ্যায় জিন্দেগি’ সিরিজটিও তরুণদের উদ্দেশ্যে নির্মিত হবে। এর সারকথা হলো একটি ভুলই একজন মানুষের জীবনের সব নয়।
চার্লি একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই চরিত্রটি করার জন্য তাকে বিভিন্ন ধরনের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে হবে। তা চরিত্রটিকে অনেক দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। তিনি আশা করেন যে যুব নারীরা এই সিরিজটি দেখবে তারা তার রূপায়িত চরিত্রটি থেকে অনুপ্রেরণা পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন