বিনোদন ডেস্ক: সঙ্গীত শিল্পী ও পরিচালক বেলাল খানের নতুন একটি মিউজিক ভিডিওর মধ্যদিয়ে প্রথমবারের মাতো গানের মডেল হলেন অভিনেতা মাজনুন মিজান। গানটির নাম ‘পাতার বাঁশি’। এতে বেলাল খানের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সাবরিনা। কথা লিখেছেন এ মিজান। জেকে মজলিশের সংগীতায়োজনে গানটি সুরও করেছেন বেলাল। মিজানের সঙ্গে জুটি বেঁধেছেন মডেল-অভিনেত্রী রাণী আহাদ। সম্প্রতি রাজধানীর অদূরে মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন তপু খান। গত শুক্রবার বিকালে ইউটিউবসহ ইন্টারনেটের বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। এটির অডিও প্রকাশ পেয়েছে জিপি মিউজিকেও। মাজনুন মিজান বলেন, ‘আমার লম্বা ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনও মিউজিক ভিডিওতে কাজ করেছি। গানটি শুনে এবং ভিডিওটির গল্প জেনেই কাজটি করেছি। শুটিং শেষে ভিডিওটি দেখে আমি রীতিমতো মুগ্ধ। সত্যি বলতে এতে আমি আমাকে নতুন করে আবিষ্কার করেছি। ভিডিওটি দর্শকদের অবশ্যই ভালো লাগবে।’ বেলাল খান বলেন, ‘গানটির কথা-সুর ও ভিডিও সবমিলিয়ে চমৎকার কিছু হয়েছে। আমি গান এবং ভিডিওটি নিয়ে ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা ভালো কিছু পাবেন। আমারও খুব পছন্দের একটি কাজ হয়েছে এটি।’ রাণী আহাদ বলেন, ‘আমি এর আগেও অনেক গানের ভিডিওতে মডেল হয়েছি। কিন্তু এই কাজটি আমার কাছে একেবারের অন্যরকম ভালোলাগার একটি কাজ হয়েছে। আমার বিশ্বাস কাজটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন