বিনোদন ডেস্ক: এনটিভিতে আজ রাত ৯.৪৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘জলরং’। নাটকটি প্রতি সোমবার ও মঙ্গলবার প্রচার হবে। আমজাদ হোসেনের মূল কাহিনী অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল আরমান। নাটকটিতে অভিনয় করেছেন- আমজাদ হোসেন, লায়লা হাসান, আনিসুল রহমান মিলন, সাদিয়া জাহান প্রভা, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, শশী, শ্যামল মাওলা, সুমাইয়া শিমু, সিয়াম, সাফা কবির, নাইম, নিকুল কুমার মন্ডল, দীপান্বিতা, কে এস ফিরোজ, শেলী আহসান, কহিনুর প্রমূখ। ‘মোমেন আলী পৈতৃক সূত্রে একটি দোতলা বাড়ীর মালিক। স্ত্রী, তিন ছেলেমেয়ের সংসার আর তার সাথে একটি ভাড়াটিয়া, পাড়া প্রতিবেশী। মোমেন আলী নিজে পেশায় ডাক্তার। বড় ছেলেও তার বাবার মত ডাক্তারী পেশা বেছে নিয়েছে। অভিমান করে বউ নিয়ে অন্যত্র থাকে। ছোট ছেলে অনেক মেধাবী হয়েও দিনের পর দিন বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। বড় মেয়ে প্রেম করে বিয়ে করেছে ঠিকই কিন্ত প্রতিদিনিই স্বামীর সাথে মনোমালিন্য হচ্ছে। ছোট মেয়ে অনেক চঞ্চল কিন্তু কঠিন রোগে ভুগছে এ কথা বাবা হয়েও কাউকে বলতে পারছেনা। বাকি রইলো তার স্ত্রী। বিয়ের পর আজ পর্যন্ত বাবার বাড়ী যায়নি। ভাড়াটিয়াদের নিয়েও কম ভুগছেন না মোমেন আলী।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন