শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ ঢাকা পদাতিকের নাটক পাইচো চোরের কিচ্ছা

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: গ্রামীণ সংস্কৃতির পটভূমি কেন্দ্র করে আবর্তিত হওয়া গবেষণাধর্মী আঞ্চলিক ভাষার নাটক “পাইচো চোরের কিচ্ছা।   ঢাকার মঞ্চে যে গুটি কয়েক নাটক দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে তার মধ্যে নাট্যদল ঢাকা পদাতিকের পাইচো চোরের কিচ্ছা অন্যতম। এই নাটকের গল্প সংগ্রহ, নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল। ২০১০  সালের ২২ ফেব্র“য়ারি প্রথম মঞ্চস্থ হয় ঢাকা পদাতিকের এই নাটক। তারপর কেটে গেছে দীর্ঘ সময়। ঝুলিতে জমা হয়েছে অসংখ্য গল্প। আজ সন্ধ্যা ৬.৩০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে খুলনার আঞ্চলিক ভাষায় নির্মিত এই নাটকটির ৫৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে, জানিয়েছেন নির্দেশক কাজী চপল। ইতি মধ্য নাটকটি পদার্পন করে দীর্ঘ ৭ বছর। পাইচো চোরের কিচ্ছা ৫৩তম প্রদর্শনীতে আছেন- কাজী শিলা,  মাসুদ আহমেদ, সালাউদ্দিন রাহাত, রিয়াজ আহমেদ, জাকারিয়া কিরণ, শ্যামল হাসান, মৌসুমী ইসলাম, সুমন, মুমু , তন্দ্রা, তন্নি, কাজী সম্রাট, সুমন ঘোষ, সুমন দত্ত, আল আমিন, নিপা, জাহাঙ্গীর, কবির, কাওসার আহমেদ, দেবাশীষ বড়–য়া, সজল, সুমন ঘোষ, সামিউল, ইকরা, সেতু, আসিফ ও  শাহনাজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন