শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মুক্তি পাচ্ছে সম্ভাবনাময়ী নায়িকা অরিনের প্রথম সিনেমা

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ৪ মার্চ মুক্তি পাচ্ছে নবাগত নায়িকা অরিনের প্রথম সিনেমা ছিন্নমূল। সিনেমাটি নির্মাণ করেছেন কাজী হায়াত। এতে অরিনের বিপরীতে নায়ক হিসেবে আছেন কাজী মারুফ। প্রথম চলচ্চিত্র মুক্তির প্রতিক্রিয়া ব্যক্তি করতে গিয়ে অরিন বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আসলে সৌভাগ্যবান। চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছি গুণী নির্মাতা কাজী হায়াত স্যারের সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সিনেমাটির গল্প মনকে নাড়া দেয়ার মতো। কাজী স্যার বরাবরই বিষয়ভিত্তিক সিনেমা তৈরি করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিনোদনের পাশাপাশি এখানে রয়েছে সমাজ ও মানুষের জন্য অনেক ম্যাসেজ। আমার বিশ্বাস, চলচ্চিত্রের এই মন্দাবস্থায় সিনেমাটি আশা জাগাবে। এদিকে অভিনয় আর গ্ল্যামার দিয়ে অরিন নির্মাতাদের নজর কেড়েছেন। নায়িকা হিসেবে তার চাহিদাও বাড়ছে। অনেকে মনে করেন, অরিন চিত্রনায়িকা পপি’র যোগ্য উত্তরসূরী হতে পারবেন। কারণ পপির ছায়া তার মধ্যে রয়েছে। অরিণও চান পপির মতোই নিজেকে জনপ্রিয় করে তুলতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Hamid ১৬ জানুয়ারি, ২০১৯, ৯:৫৩ পিএম says : 0
আমার একটি ডাইলক আমি সব করব কিন্তু প্রেম করব না
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন