শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মেহজাবিনের অপেশাদার আচরণ!

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনেত্রী-মডেল মেহজাবিন চৌধুরী বিজ্ঞাপনচিত্রে চুক্তিবদ্ধ হয়েও সিডিউল ফাঁসিয়ে দিয়েছেন। বহুজাতিক প্রতিষ্ঠান আরএফএলের একটি বিজ্ঞাপনে চিত্রে তার মডেল হওয়ার কথা ছিল। নির্মাতা শুটিংয়ের দিন সকালে সবকিছু রেডি করে যখন বসে আছেন, তখন মেহজাবিন মোবাইলে তাকে মেসে পাঠিয়ে জানান বিজ্ঞাপনটি করবেন না। এতে বিপাকে পড়েন পরিচালক মাসুদ জাকারিয়া সাবিন। সাবিন জানান, আগের দিন রাতেও মেহজাবিন জানিয়েছিলেন ঠিক সময়ে স্পটে হাজির হবেন। কিন্তু সকালে সব যখন তৈরি হয় তখন তাকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। কিছুক্ষণ পর মেহজাবিনের ফোন নম্বর থেকে ক্ষুদেবার্তা আসে তিনি বিজ্ঞাপনটিতে কাজ করবেন না। অথচ কয়েক দফায় মেহজাবিন বিজ্ঞাপনটিতে কাজের জন্য শিডিউল দেন। তার অনেক অহেতুক এবং অনাকক্সিক্ষত আবদারও আমরা রক্ষা করেছি, শুধু তাকে নিয়ে কাজটি করার জন্য। তারপরও তিনি এমন অশোভন আচরণ করবেন এটা ভাবতেই পারিনি। পরে উপায় নানা পেয়ে পিয়া বিপাশাকে দিয়ে বিজ্ঞাপনের নির্মাণ কাজ শুরু করেছি। পিয়ার কাছে কৃতজ্ঞ যে তিনি বিপদ থেকে উদ্ধার করেছেন। সাবি বলেন, মেহজাবিনের এমন আচরণে আমার অনেক ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে সম্পর্ক আর বিশ্বাসের। তার মতো একজন শিল্পী এমন অপেশাদার আচরণ করলে নতুনরা কী করবে? এই ঘটনার পর মেহজাবিনকে নিয়ে সমালোচনার ঝড় বইছে মিডিয়াপাড়ায়। সংশ্লিষ্ট অনেকেই মেহজাবিনের এমন আচরণের জন্য জবাবদিহিতা দাবি করেছেন। তারা মনে করেন, জবাবদিহিতা নেই বলেই শিল্পীরা শিডিউল ফাঁসানোর সাহস করেন। এর বিরুদ্ধে সবার সম্মিলিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন