বিনোদন ডেস্ক : গত বৈশাখে গল্প কথা মিক্সড অ্যালবামে প্রকাশিত বেলাল খানের গাওয়া ‘ও বন্ধুরে’ গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। আরিফ হোসেন রাজের পরিচালনায় ভিডিওতে মডেল হয়েছেন নদী, সেজান ও শিমুল। গানটির কথা লিখেছেন ¯েœহাশীষ ঘোষ। রেজওয়ান শেখের সঙ্গীতে এটি বেলাল খানের কণ্ঠে একক গান। এরইমধ্যে গানটি ইউটিউবসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জিসান মাল্টিমিডিয়া। মিউজিক ভিডিও প্রসঙ্গে বেলাল খান বলেন, অনেক চমৎকার একটি গান। এবার গানটির ভিডিও প্রকাল পেল। আশা করছি সবারই ভালো লাগবে। মিউজিক ভিডিও ছাড়াও বেলাল খান অডিও, সিনেমা, এবং টেলিভিশনের গানে সমানতালে ব্যস্ত এখন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন