মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বাংলাদেশকে একটি ফুলের বাগানে পরিণত করতে চাই : সংস্কৃতিমন্ত্রী

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রবীন্দ্র সঙ্গীত যারা ভালোবাসে তারা কোনো অপরাধ করতে পারে না। রবীন্দ্রনাথ আমাদের মুক্তির কথা, আলোর কথা বলেছেন। আমরা মানবের দেশ চাই, দানবের দেশ নয়। আমাদের গান চাই, নাটক চাই, কবিতা চাই। বাংলাদেশকে আমরা একটি ফুলের বাগানে পরিণত করতে চাই। ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত শিল্পী বিকাশ রায়হানের গাওয়া ‘সন্ধ্যার মেঘমালা’ শীর্ষক রবীন্দ্র সঙ্গীতের অ্যালবামের মোড়ক উন্মোচন আয়োজনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। চ্যানেল আই কার্যালয়ে এই অ্যালবামের মোড়ক উন্মোচন আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপ কারা-মহাপরিদর্শক মো. বজলুর রশীদ, রবীন্দ্র সংগীত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা এবং চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরি কিবরিয়া ও আধুনিক গানের খ্যাতিমান শিল্পী লিনু বিল্লাহ। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন শিল্পী ও পেশাগত জীবনে কাশিমপুর কারাগারের কারাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনরত বিকাশ রায়হান। এছাড়া শিল্পীকে প্রভূত উৎসাহ দিয়ে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ইমপ্রেস অডিও ভিশন লিমিটেডের আয়োজনে ও কুল এক্সপোজারের ব্যবস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে জননন্দিত ব্যক্তিবর্গের পাশাপাশি সঙ্গীতপিপাসু ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আশৈশব রবীন্দ্রপ্রেমী শিল্পী বিকাশ রায়হানের জন্ম ১৯৭৪ সালে সাতক্ষীরা জেলায়। স্কুল এবং কলেজ পেরিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশুনা শেষে ২০০৩ সালে যোগ দেন সরকারি চাকরিতে। সঙ্গীতে পিতৃব্যই তার প্রথম দীক্ষাগুরু। শুদ্ধ সঙ্গীতের ঐশ^র্য অনুসন্ধান তার চিরকালীন ব্রত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন