একতা কাপুর এবং সন্দ্বীপ সিকান্দ যৌথভাবে একটি নতুন সিরিয়াল নির্মাণ শুরু করতে যাচ্ছেন। দুই বড় প্রডাকশন হাউস এক হয়ে কাজ করছে বলেই এই নতুন উদ্যোগ বেশ প্রচার পেয়েছে।
দুই স্থূলদেহী নারীপুরুষের প্রেম নিয়ে এই সিরিয়ালটির নাম ‘ঢাই কিলো কা প্যাক’। কিরণ কর্মকার এবং বেনজির শেখের মতো অভিনয়শিল্পীরা এই সিরিয়ালের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন।
কেন্দ্রীয় ভূমিকায় বেশ কয়েকজনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে এই চরিত্রটি করবেন অঞ্জলি আনন্দ।
অঞ্জলিকে শেষ দেখা গেছে ‘আনট্যাগ’ ওয়েব সিরিজে।
প্রায় এক দশক পর এই সিরিয়াল দিয়েই মানসী জোশি রায় চোট পর্দায় ফিরবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন