শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আলাদা হয়ে গেলেন কেটি পেরি আর অরল্যান্ডো ব্লুম

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

প্রায় এক বছর প্রেম করার পর নিজেদের আলাদা পথ বেছে নিয়েছেন গায়িকা কেটি পেরি এবং অভিনেতা অরল্যান্ডো ব্লুম।
“গুজব আর ভুয়া সংবাদ প্রকাশিত হবার আগেই আমরা নিশ্চিত করতে চাই অরল্যান্ডো আর কেটি পারস্পরিক শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে এখন আলাদা হবার সিদ্ধান্ত নিয়েছেন,” ব্লুম ও পেরির মুখপাত্ররা এক যুক্ত বিবৃতিতে বলেন।
তাদের দুজনকে শেষ একসঙ্গে দেখা গেছে ২৬ ফেব্রুয়ারি অস্কার-উত্তর পার্টিতে।
গত বছর মার্চ মাসে গোল্ডেন গ্লোব অনুষ্ঠানের পর কেটি পেরি এবং অরল্যান্ডো ব্লুম আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা ঘোষণা করেন।
তাদের সম্পর্কের ইতি যে খুব বন্ধুত্বপূর্ণভাবে শেষ হয়েছে তা কিন্তু নয়। তার আভাস পাওয়া যায় ব্লুমের এক ঘনিষ্ঠ জনের ভাষ্যে।
এক সূত্র বলেছিল, “হ্যালোউইনের কিছুদিন পরই অরল্যান্ডো তার বন্ধুদের কাছে স্বীকার করেন কেটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিচ্ছেন তিনি। তিনি জানান এখনই বিয়ে করে বাবা হবার ইচ্ছা নেই তার।”
৪০ বছর বয়সী ব্লুমের ছেলে ফ্লিনের বয়স এখন পাঁচ। ফ্লিনের মা সুপারমডেল মিরেন্ডা কার। মিরেন্ডার সঙ্গে অরল্যান্ডোর বিবাহবিচ্ছেদ হয়েছে ২০১৩তে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন