কথা ছিল কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালের প্রতীক ব্যক্তিত্ব হবেন গায়িকা বিয়ন্সে নোলস। কিন্তু তিনি সন্তানসম্ভবা বলে তার স্থলাভিষিক্ত হলেন আরেক শীর্ষ গায়িকা লেডি গাগা।
গাগা সম্প্রতি টুইটারের মাধ্যমে জানিয়েছেন এবারের কোচেলা উৎসবে তিনিই শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে থাকছেন। এর আগে বিয়ন্সে তার শারীরিক অবস্থার জন্য উৎসব কর্তৃপক্ষকে তার অপারগতার কথা জানান।
সুপার বোল এবং গ্র্যামির পর এটি হবে এই বছর লেডি গাগার সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় পারফরমেন্স।
উৎসব কর্তৃপক্ষ ফেব্রয়ারি মাসের প্রথমে জানিয়েছে বিয়ন্সে ২০১৮ সালে কোচেলাতে পারফর্ম করবেন।
ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়োতে অবস্থিত এম্পায়ার পোলো ক্লাবে অনুষ্ঠিতব্য উৎসবে গাগা ১৫ ও ২২ এপ্রিল পারফর্ম করবেন।
এই উৎসবে আরও পারফর্ম করবেন রেডিওহেড, এবং কেন্ড্রিক লামার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন