অভিনেত্রী ডেকোটা জনসন তার অভিনয়শিল্পী বাবা-মায়ের সঙ্গে তার অভিনীত ‘ফিফটি শেডস’ সিরিজের দুটি ফিল্ম না দেখার একটি চুক্তি করেছিলেন বলে জানিয়েছেন। উল্লেখ্য তার অভিনয়ে ‘ফিফটি শেডস অফ গ্রে’ (২০১৫) এবং ‘ফিফটি শেডস ডার্কার’ (২০১৭) চলচ্চিত্র দুটিই আদিরসে ভরপুর আর তার বাবা অভিনেতা ডন জনসন এবং মা অভিনেত্রী মেলানি গ্রিফিথ যাতে ফিল্ম দুটি দেখে অস্বস্তিতে না পড়েন সে জন্যই এই অনুরোধ করেছিলেন।
২৭ বছর বয়সী অভিনেত্রীটি জানান তাদের পক্ষে এই অনুরোধ রাখা কঠিন হলেও তারা তা রক্ষা করেছিলেন।
“আমি জানি এই অনুরোধ রাখা কঠিন। তবে তারা আমার কথা রেখেছেন। ফিল্মগুলো নিয়ে যত আলোচনা হয়েছে আর সেগুলোতে আমি ছিলাম বলে অনুরোধ রাখা আসলেই কঠিন ছিল,” ডেকোটা বলেন।
বিশেষ করে ‘ফিফটি শেডস ডার্কার’ দেখেননি বলে তিনি বিশেষভাবে তাদের প্রতি কৃতজ্ঞ কারণ এটি প্রথমটির তুলনায় বেশি উত্তেজক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন