সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পঞ্চরঙ্গ নাট্যোৎসবে কর্ণপুরাণ

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী রচিত ও বাংলা মুভমেন্ট থিয়েটারের শিল্পশৈলীতে নির্মিত নাটক ‘কর্ণপুরাণ’ মঞ্চস্থ হবে আজ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার আয়োজিত পঞ্চরঙ্গ নাট্যোৎসবে এদিন সকাল ১০টায় নাটকটি প্রদর্শিত হবে। রাশেদুল ইসলাম জীবনের নির্দেশনায় প্রযোজনাটির মঞ্চ-আলো ও শব্দ পরিকল্পনা করেছেন আসলাম অরণ্য। ব্যতিক্রমী এই নাট্যাখ্যান প্রসঙ্গে নাট্য-নির্দেশক মো. রাশেদুল ইসলাম জীবন বলেন, ‘কর্ণপুরাণ নাটকটি প্রদর্শন করা দুঃসাহসই বটে। আমরা মুভমেন্ট থিয়েটারের শিল্পশৈলীতে এই নাটকটি উপস্থাপনের প্রয়াস রেখেছি। আশা করছি, এটি দর্শকের হৃদয়ে রেখাপাত করবে। নাটকে মহাভারতের ক্ষুদ্র অংশ নন কর্ণ, বরং বিশাল অংশ নিয়েই তার প্রভাব। তবে কর্ণ-আখ্যানের মর্মগাঁথার যে অন্তর্গত সত্য ও শক্তি তা মহাভারতের ব্যাপকতাকেও ছাড়িয়ে যায়। ‘কর্ণপুরাণ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার বাঁধন, শাহাদাৎ হোসেন সরকার, নাজমুল হাসান, আল-আমিন কাজি রিয়ান, রিপন চৌধুরী আপন, নূর হোসাইন রাজীব, ওমর ফারুক, দেলোয়ার হোসেন, ইকবাল হোসাইন, নুরুল আজম আরজু, শাহিদুল ইসলাম সাঈদ, মারিয়া আক্তার, দ্বীপা রানী দাশ, রাকিবা আক্তার জ্যোতি, সোহেল মিয়া, রাশেদুল ইসলাম জীবন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন