শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অন্যধারা সাহিত্য সংসদের ১০০তম আড্ডার কবি রেজাউদ্দিন স্টালিন

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশ্বসাহিত্য কেন্দ্রের হলরুমে ‘অন্যধারা সাহিত্য সংসদ’-এর ১০০তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডার কবি ছিলেন তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি সরকার মাহবুব, কবি জাকির আবু জাফর। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ড. শাহদৎ হোসেন নিপু। এছাড়া আরো উপস্থিত ছিলেন কবি আলী মুহাম্মদ লিয়াকত, কবি আশরাফ মির্জা, কবি বকুল আশরাফ, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি হাসিদা মুন, কবি মো. আ. মজিদ, কবি জামসেদ ওয়াজেদ, কবি কামরুজ্জামান, কবি ফরিদ ভূঁইয়া, বাচিক শিল্পী বদরুল আহসান খান, কবি মীর ইয়াসির উদ্দিন ইয়াসিন, কবি মাদবর রফিক, কবি হাসান কামরুল, কবি শিমুল খন্দকার, কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ, কবি রোদেলা নীলা, কবি লুৎফুন নাহার রহমান, কবি আফিয়া রুবি, কবি সাব্বির আলম চৌধুরী, কবি আসিফুজ্জামান খোন্দকার, কবি নীল হাসান, কবি রুহুল আমিন রোদ্দুর, কবি মো. হেলাল উদ্দিন, কবি মানিক মোহাম্মদ ওমর প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিব ড. সৈয়দ রনো। বক্তারা রেজাউদ্দিন স্টালিনকে সমকালীন সমাজের গণ মানুষের কণ্ঠস্বর হিসেবে অবিহিত করেন। ড. বিশ্বজিৎ ঘোঘ বলেন, সময়কে জয় করে কালোত্তীর্ণ হবার যে বাসনা রেজাউদ্দিন স্টালিন পোষণ করেন আশা করি সেই বরমাল্য তার জুটবে। সভায় শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি শাওন আসগর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন