বেনাপোল অফিস : বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে গতকাল সোমবার সকালে ১ হাজার ২৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল আরিফুর রহমান জানান, ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদব্য পাচার হয়ে বাংলাদেশে আসছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ২৫৬ বোতল ফেনসিডিল জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই পালিয়ে যায় চোরাচালানীরা। ফেনসিডিলগুলো ২৫টি কার্টুন এ করে ভারত থেকে নিয়ে আসা হয়। জব্দকতৃ ফেনসিডিল বিজিবি সদর দফতরে জমা দেয়া হয়। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায একটি মামলা দায়র করা হয়। আটক ফেনসিডিলের মূল্য ৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন