বেনাপোল অফিস : ভারতে পাচার কালে বেনাপোল’র পুটখালী সীমান্ত থেকে সোমবার দুপুরে ১ কেজি ৩শ’ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ মহাসীন কবীর (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটক পাচারকারী গোগা ইউনিয়নের কালিয়ানির গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ২১ বিজিবি ব্যাটিলিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে মহাসীন কবীরকে আটক করে তার দেহ তল্লাশী চালিয়ে ৮টি (১ কেজি ৩৩০ গ্রাম) স্বর্ণের বার আটক করে। যার বাজার মূল্য ৫১ লক্ষ টাকা বলে বিজিবি জানায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন