বেনাপোল অফিস : ভারতে পাচারকালে বেনাপোল’র পুটখালী সীমান্ত থেকে গতকাল শনিবার সকালে বিভিন্ন প্রজাতির ৭৫ পিচ পাখি আটক করেছে বিজিবি সদস্যরা। জব্দ করা পাখির মূল্য ৫২ হাজার ৫শ’ টাকা বলে জানায় বিজিবি।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খবির উদ্দিন জানান, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক বিভিন্ন প্রজাতির পাখি ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৭৫টি উন্নত জাতের পাখি আটক করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক পাখি প্রাণিসম্পদ বিভাগে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন