রোমেইন ডরিয়াকের সঙ্গে দুই বছর ঘর করার পর বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন অভিনেত্রী স্কারলেট জোহানসন।
৩২ বছর বয়সী অভিনেত্রীটি গত জানুয়ারি থেকে ডরিরাকের কাছ থেকে আলাদা আছেন। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে বিবাহবিচ্ছেদের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে তাদের একমাত্র কন্যার অধিকার নিয়েও আইনি লড়াই শুরু হবে।
তাদের দাম্পত্য সম্পর্ক অমীমাংসাযোগ্যভাবে ভেঙে গেছে উল্লেখ করে ‘দি অ্যাভেঞ্জার্স’ তারকাটি ম্যানহাটান সুপ্রিম কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।
তাদের একমাত্র কন্যা রোজ ডরোথির বয়স এখন দুই বছর। ২০১৪তে বিয়ে করার পরপরই তার জন্ম হয়। জোহানসন তার কন্যার প্রাথমিক অধিকারের জন্যও আদালতে আবেদন করেছেন।
অন্যদিকে ডরিয়াকের কৌঁসুলি বলেছেন তার মক্কেল কন্যাকে নিয়ে ফ্রান্সে চলে যেতে চান এবং মিজ জোহানসনকে খুব বেশি ভ্রমণ করতে হয়।
এর আগে ছাড়াছাড়ির পর স্কারলেট আর ডরিয়াক এক সপ্তাহ পরপর কন্যার সঙ্গে সময় কাটাবার এক চুক্তি করেছিলেন।
অভিনেতা রায়ান রেনল্ডসের সঙ্গে ২০১০ সালে বিবাহবিচ্ছেদের পর এটি স্কারলেটের দ্বিতীয় ছাড়াছাড়ি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন