বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জাতীয় চলচ্চিত্র উৎসব উপলক্ষে ব্যাপক আয়োজনের উদ্যোগ

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। দিনটি উদযাপন উপলক্ষে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো নানা আয়োজনের পরিকল্পনা করছে। চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে থাকছেন নায়করাজ রাজ্জাক। এছাড়া চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের ১২০ জন সদস্যের সমন্বয়ে গঠন করা হচ্ছে কমিটি। এই কমিটির একজন অন্যতম সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। চলচ্চিত্র দিবসের নানা পরিকল্পনা নিয়ে খোকন বলেন,  প্রতিবার চলচ্চিত্র দিবসে এফডিসি থেকে নানা আয়োজন গ্রহণ করা হয়। কিন্তু নির্মাতা, শিল্পীরা আসেন না, শূটিংয়ের অজুহাত দেন। এবার আর সেটা হবে না। তিনি বলেন, দেশের মধ্যে যেকোনো প্রান্তে থাকলে শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবাইকে এফডিসিতে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। যদি না আসে তবে তাদের বিরুদ্ধে এফডিসি থেকে ব্যবস্থা নেয়া হবে। তারা এফডিসির কালো তালিকায় স্থান পাবে। এমনও হতে পারে যারা আসবে না তাদের নিষিদ্ধ করা হবে। জানা যায়, দিনভর নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হবে এবারের চলচ্চিত্র দিবস। সকাল ১০টায় তথ্যমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে চলচ্চিত্র দিবসের শুভ সূচনা করবেন। এরপর র‌্যালি ও চলচ্চিত্র নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। দুপুরের পর অর্থমন্ত্রীর উপস্থিতিতে ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, বিভিন্ন সচিব ও চলচ্চিত্র সংশ্লিষ্ট নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এফডিসির ৮ নম্বর ফ্লোরে। অনুষ্ঠানটি সরাসরি এটিএন বাংলায় প্রচার করা হবে। সন্ধ্যায় তারকাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। চলচ্চিত্র উযদাপন কমিটির আরেক সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, চলচ্চিত্র দিবসে চলচ্চিত্র শিল্পী, নির্মাতারা উপস্থিত থাকেন না। এটা খুব লজ্জার ব্যাপার। এবার তা হতে দেয়া যাবে না। না এলে ব্যবস্থা নেয়া হবে। তাই আশা করবো সকলের উপস্থিতিতে এবার চলচ্চিত্র দিবস সাফল্যম-িত হবে। চলচ্চিত্র দিবসের এবারের প্রতিপাদ্য বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন, হলে গিয়ে সিনেমা দেখুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন