ঝাঁসি শহরের এক অবস্থাপন্ন আর প্রভাবশালী পরিবারের ছেলে বদরিনাথ বনসাল (বরুণ ধাওয়ান)। বিয়ের কনে খুঁজছে সে। বাবা আর পরিবারের অনুকূল সামাজিক অবস্থানের কারণে তার ধারণা তার চেয়ে ভাল পাত্র হতে পারে না। কিন্তু তার বিশ্বাসও যে ভুল হতে পারে তা তার ধারণাও ছিল না। কোটা শহরে এক বিয়ের অনুষ্ঠানে বৈদেহী ত্রিবেদীর (আলিয়া ভাট) সঙ্গে তার দেখা হয়। প্রথম দেখাতেই বৈদেহীর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে বদরিনাথ তাকে তার কনে হিসেবে বেছে ফেলে। বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলে সে। কিন্তু বৈদেহী প্রথমে তাকে ফিরিয়ে দেয়। তবে বন্ধুত্বে তার কোনও আপত্তি নেই। তার পেছনেও অবশ্য কারণ আছে। বদরি’র সাহায্য নিয়ে সে তার বড় বোনটিকে পাত্রস্থ করবে বলে সিদ্ধান্ত নেয়। এদিকে বদরিও বৈদেহীকে রাজি করাবার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু বদরির বাবার মানসিকতাও এই পথে বাধা হয়ে দাঁড়ায় কারণ পরিবারের প্রধান হিসেবে বাবা চায় না ছেলের বৌ চাকরি করবে। সামাজিক চাপ আর যৌতুকের কাছেও হার মানতে রাজি নয় বৈদেহী। শহরতলীতে জন্ম আর সেখানেই বড় হলেও তার মাঝে সামাজিক অনাচার আর বৈষম্যের বিরুদ্ধে এক ধরণের মানসিকতা গড়ে উঠেছে। এর পরও বদরিনাথ আর বৈদেহীর মধ্যে সম্পর্ক ক্রমে অন্তরঙ্গ হতে থাকে। তাদের এই সম্পর্কে পরিণতির দিকেও যাচ্ছিল। কিন্তু একসময় অঘটন ঘটে যায় যার ফলে তাদের সম্পর্কে নিয়তি বিভক্ত হয়ে পড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন