বিনোদন ডেস্ক : উচ্চারিত প্রতিটি কথাই হোক শিল্প এই ¯ে¬াগানকে ধারণ করে সবার মাঝে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি একাডেমি। এ ধারাবকিতায় গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আবৃত্তি একাডেমির ৪৮তম প্রযোজনা আবৃত্তি অনুষ্ঠান রাঙাও ভুবন আপন আলোয় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আবৃত্তি একাডেমি ও ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। আবৃত্তি একাডেমির পরিচালক দিলসাদ জাহান পিউলীর সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বিশেষ অতিথি ছিলেন, চেতনা মডেল একাডেমির চেয়ারম্যান মো. আবদুল আজিজ সরকার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকুর-এ সাত্তার কল্লোল, মিডলাইন গ্রুপের প্রতিষ্ঠাতা কে এম মাইনুল ইসলাম, মামানহা এপারেলস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ অসীম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ শেখানোর মহতি উদ্যোগ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আবৃত্তি একাডেমি। এ প্রতিষ্ঠান থেকে প্রমিত উচ্চারণের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করে প্রশিক্ষণার্থীরা দেশের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে ও শীর্ষ বিভিন্ন গণমাধ্যমে কাজ করছে। আশা করি প্রতিষ্ঠানটির এ উদ্যোগ চলমান থাকবে। এরপর অনুষ্ঠানে ২২টি কবিতা আবৃত্তি করা হয়। এতে আবৃত্তি একাডেমি থেকে অংশ নেন আবৃত্তি শিল্পী দিলসাদ জাহান পিউলী, কামরুল ইসলাম জুয়েল, সারমিন ইসলাম জুঁই, আবুবকর দাউদ তুহিন, মাহবুবুর রহমান, মহাসিনা এনা, ওয়াদুদ ফারুক, রেবেকা সুলতানা, আফসানা খন্দকার, আদনান সিফাত, মামুন আবদুল্লাহ। এছাড়া ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি থেকে অংশ নেন শিশু আবৃত্তি শিল্পী সায়বা হাসান চৌধুরী, জাওয়াদ মুমতাহান আদিব, মুনিফ আহমেদ দীপ্রো, সারিকা আহমেদ মৃদুলা, নুদরাত তাশফিয়া আবৃত্তি প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন