বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পড়শী। ২ মার্চ থেকে অস্ট্রেলিয়ার দুটি শহরে চারটি কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। পড়শী জানান, প্রবাসী শ্রোতাদের সামনে গাইতে তার বরাবরই ভালো লাগে। তাদের কাছে গিয়ে গান শোনানোর প্রস্তাব এলে সাধারণত না করি না। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে তিনটি ও মেলবোর্নে একটি কনসার্টে সংগীত পরিবেশন করব। সঙ্গে থাকবে নিজের ব্যান্ড বর্ণমালার সদস্যরা। এদিকে পড়শী ঢাকায় ফিরবেন ৮ মার্চ। ১২ মার্চ থেকে আবার ব্যস্ত হয়ে পড়বেন দেশের মঞ্চে। তিনি সর্বশেষ গিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখানে শামীম আহমেদ রনি পরিচালিত মেন্টাল নামে একটি সিনেমায় গানের শূটিং করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন