বিনোদন ডেস্ক : সর্বশেষ একটি জুসের বিজ্ঞাপনে কাজ করেছিলেন তানজিন তিশা। এরপর আর নতুন বিজ্ঞাপনে তাকে দেখা যায়নি। এই বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। এরই মধ্যে আরো নতুন দু’টি বিজ্ঞাপনে কাজ করছেন তানজিন তিশা। একটি চাটনী’র বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নিতে তিনি কলকাতা যান। কলকাতার নিউ গড়িয়া স্টেশনের উপহার প্রজেক্টে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কলকাতার একজন নির্মাতা। বিজ্ঞাপনের শুটিং শেষে ঢাকায় ফিরেছেন তিনি। ঢাকায় ফিরে মার্চের প্রথম সপ্তাহে আবার কলকাতা যাবেন নতুন আরেকটি পণ্যের বিজ্ঞাপনে। তানজিন তিশা বলেন, ‘একসঙ্গে দুটি ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। আমি সবসময়ই ভালো ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনে কাজ করি। এদিক দিয়ে আমার ভাগ্যটা বেশ ভাল বলা চলে। অভিনয়ে যেমন নিজেকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই, তেমনি একজন মডেল হিসেবেও নিজেকে আরো ভালো অবস্থানে দেখতে চাই।’ তানজিন তিশার প্রবল আগ্রহ চলচ্চিত্রে অভিনয় করার। সময় এবং সুযোগের অপেক্ষায় আছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন