বিনোদন ডেস্ক : প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৭’ শেষ হতে না হতেই আবারও কর্মব্যস্ত হয়ে পড়েছে প্রাঙ্গণেমোর নাট্যদল। দলটি তাদের ২টি দর্শকনন্দিত নাটক নিয়ে ঢাকার বাইরে ৪টি জেলায় ৫টি নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে। নাটক ২টি হচ্ছে মোহিত চট্টোপাধ্যায়ের রচনা ও অনন্ত হিরার নির্দেশনায় আওরঙ্গজেব এবং অনন্ত হিরার রচনা ও আউয়াল রেজার নির্দেশনায় কনডেমড সেল। ২৪ মার্চ কুড়িগ্রাম মঞ্চায়িত হবে কনডেমড সেল, ২৫ মার্চ লালমনিরহাট আওরঙ্গজেব এবং একই জেলায় ২৬ মার্চ কনডেমড সেল এবং ২৯ মার্চ মাদারীপুর কনডেমড সেল নাটকটি মঞ্চায়িত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন