বিনোদন ডেস্ক : ‘মাটির মানুষ’ শিরোনামে নতুন একটি গান গেয়েছেন সুফী গায়ক শাহরিয়ার রাফাত। সম্প্রতি গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যনারে গানটির ভিডিও নির্মাণ করেছে মোশন রক এন্টারটেইনমেন্ট। গানটি চিত্রায়ন করা হয়েছে পুরান ঢাকার ঐতিহাসিক ‘দরবারে মাস্তান শরীফ- দয়াল বাবা সৈয়দ হযরত হাফেজ মোঃ আব্দুর রশিদ মাস্তান (রঃ)’-এর মাজার শরীফে। ‘মাটির মানুষরে তোরা, করিস না রে বাহানা/ তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন’। এমন কথার গানটি লিখেছেন আদিল। সুর ও সংগীত করেছেন রাফাত নিজেই। গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী রাফাত বলেন, ‘গানটি পুরোপুরি আধ্যাত্মিক ঘরনার গান। গানটিতে মানুষকে সুন্দরের পথে আসার জন্য আহ্বান করা হয়েছে। আর ভিডিও নির্মাণেও দেখানো হয়েছে নানা চমক। শ্রোতাদের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস।’ গানটির ভিডিও দেখা যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন