শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভিন্ন ধরনের চরিত্রে সজল

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ইদানীং ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় সজলকে। রোমান্টিক হিরো থেকে বের হয়ে আসার একটা প্রচেষ্টা লক্ষ্যণীয়। সম্প্রতি ‘মইষাল’ নামের একটি নাটকে অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন তিনি। এবার তাকে দেখা যাবে একজন বেলুন ও মুখোশ বিক্রেতা হিসেবে। শিশুদের জন্য বেলুন ও মুখোশ বিক্রি করেই উপার্জন করাই তার একমাত্র উপায়। মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটির নাম ‘পৌষের হিমবুকে’। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন স্বাগতা। পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজারসহ বেশকিছু জায়গায় নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। সজল বলেন, ‘আমি বরাবরই অভিনয় তুলে ধরা যায় এমন গল্প প্রাধান্য দিই। আশপাশের মানুষ এসব নাটক নিয়েই আলোচনা করে খুব। এটা আমার জন্য বিশাল অর্জন। গল্প ও চরিত্রের যত গভীরে যাওয়া যায়, ঠিক ততটাই যাওয়ার চেষ্টা করি। নতুন নতুন গল্প খুঁজে বেড়াই যেখানে অভিনয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং। একজন অভিনেতা হিসেবে নিজের আনন্দটাও সেখানেই। ঠিক তেমনই একটি নাটক ‘পৌষের হিমবুকে’। নাটকটির পরিচালক মাহমুদ দিদার বলেন, ‘গল্পটি যে কারও মনকে ছুঁয়ে যাবে। গ্রামের একটি শিক্ষিত যুবক অর্থের প্রয়োজনে চাকরি না পেয়ে শহরে এসে বেলুন ও মুখোশ বিক্রে করে জীবন-যাপন করে। এই নাটকটি দেখলে যে কেউ অনুভব করতে পারবে একজন মুখোশ কিংবা বেলুন বিক্রেতার জীবনটা কেমন হয়। তার জীবনের কষ্টগুলোর চেহারা কেমন হয়। সজল বরাবরই এই ধরনের চরিত্রের মধ্যে নিজেকে খুব সহজেই মানিয়ে নেয়। তাই কাজটি সবদিক থেকেই পরিপূর্ণ। আশাকরি দর্শকদের ভালো লাগবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন