বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দুই দশক পর চলচ্চিত্রে দিলারা

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রায় দুই দশক আগে চলচ্চিত্রের এক সময়ের সাড়া জাড়ানো নায়িকা দিলারা অভিনীত চলচ্চিত্র মুক্তি পায়। এরপর দিলারাকে আর নতুন কোন চলচ্চিত্রে দেখা যায়নি। প্রায় দুই দশক পর তাকে নতুন একটি চলচ্চিত্রে দেখা যাবে। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে দিলারা তার অংশের শূটিং সম্পন্ন করেছেন বলে জানান। দিলারা বলেন, ‘বহু বছর পর চলচ্চিত্রে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। মাঝে দেখতে দেখতে প্রায় বিশ বছর পেরিয়ে গেছে। আমার একমাত্র মেয়ে রাকা’র জন্যই এতোদিন চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে ছিলাম। রাকা বড় হয়েছে, তারও এক কন্যা সন্তান আছে। সবমিলিয়ে আমি এখন বেশ ভালো আছি, অবসরও আছে। তবে চলচ্চিত্রে অভিনয়ে নিয়মিত হবো কিনা তা এখনই বলতে পারছি না।’ দিলারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিলো এম এ কাশেম পরিচালিত ‘রঙ্গিন বাহরাম বাদশাহ্’। এতে তিনি ও দিতি অভিনয় করেছিলেন বলেও স্মৃতিচারণ করেন দিলারা। মঞ্চ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে মিডিয়ার সাথে দিলারার সম্পৃক্ততা ঘটে। রফিকুল বারী চৌধুরীর নির্দেশনায় তিনি প্রথম ‘মুসলিম শাড়ি’র বিজ্ঞাপনে মডেল হন। এই বিজ্ঞাপনে কাজ করার পরপরই আমজাদ হোসেনের নির্দেশনায় ‘সুন্দরী’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এরপর তিনি ‘শেষ উত্তর’, ‘তিন বাহাদুর’, ‘এখনই সময়’, ‘নাজমা’, ‘কালো গোলাপ’, ‘অসতী’, ‘স¤্রাট’, ‘আওলাদ’, ‘নাদিরা’, ‘রাজভিখারী’, ‘পদ্মগোখরা’, ‘হাইজ্যাক’, ‘আশা নিরাশা’, ‘রক্তের বন্দী’সহ প্রায় একশো চলচ্চিত্রে অভিনয় করেন। দিলারা প্রযোজিত চলচ্চিত্র হচ্ছে কামরুজ্জামান পরিচালিত ‘রসিয়া বন্ধু’ এবং খসরু নোমান পরিচালিত ‘সাজা’। দুটোতেই তার বিপরীতে নায়ক ছিলেন প্রবীরমিত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন