শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: গত ২২ মার্চ দৈনিক ইনকিলাবের বিনোদন প্রতিদিন-এ প্রকাশিত ‘জঙ্গিবিরোধী কনসার্টে গাইবেন জেমস শীর্ষক সংবাদটির আংশিক প্রতিবাদ করেছেন সঙ্গীতশিল্পী জেমস। তার ম্যানেজার রবিনের বরাত দিয়ে তিনি বলেন, অনুষ্ঠানে আমি শুধু অংশগ্রহণ করছি। সেখানে সঙ্গীত পরিবেশন করব। দর্শক- শ্রোতাদের আনন্দ দেব। এটাই আমার কাজ। জঙ্গীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা প্রতিরোধ করা আমার কাজ নয়। এজন্য প্রশাসন রয়েছে, দেশের রাজনীতিবিদরা রয়েছেন। একজন সঙ্গীতশিল্পী হিসেবে আমি সঙ্গীতের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজটি করতে পারি। তিনি বলেন, সচেতন ব্যক্তি মাত্রই যে কোনো অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। একজন সঙ্গীতশিল্পী হিসেবে সচেতন জনগোষ্ঠীর একজন হিসেবে আমিও একমত পোষণ করি। তবে আমার মূল কাজ হচ্ছে, সঙ্গীত দিয়ে মানুষকে আন্দোলিত করা, আনন্দিত করা।  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন