বিনোদন ডেস্ক: অনেক অজানা রাজনৈতিক ইতিহাস নানা যুক্তি তর্কের মাধ্যেমে দর্শকের সামনে তুলে ধরা হয়েছে নাট্যদল বটতলা’র নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’ এর মাধ্যমে। ইতিমধ্যে ঢাকাসহ ঢাকার বাইরে নাটকটির সাতটি প্রদর্শনী হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে নাটকটি মঞ্চে আনে বটতলা। স্বল্প সময়ের মধ্যেই নাটকটি দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। নাজানা অনেক বিষয়ের বিশ্লেষণত্মক উপস্থাপনা এবং ইতিহাসের অলিগলিতে বিচরণ করার মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে। এটি বটতলার ৯ম প্রযোজনা। আজ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘ক্রাচের কর্নেল’ এর ৮ম প্রদর্শনী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন