বিনোদন ডেস্ক : বাংলা ঢোলের আয়োজনে গত বছর প্রকাশিত হয় বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদীর গাওয়া প্রচলিত ও অপ্রচলিত ৪৬টি গানের চারটি গানের সংকলন। দেশাত্মবোধক, চলচ্চিত্র ও আধুনিক- এই তিন ধরনের গান দিয়ে সাজানো হয় চারটি অ্যালবাম। তার মধ্যে দেশের গান বাংলাদেশের ছবি এঁকে দিও শিরোনামের গানটি শ্রোতাদের মনে বেশ দাগ কাটে। শ্রোতাদের আগ্রহ দেখে গানটির ভিডিও নির্মাণ করেছে বাংলা ঢোল। গানটির ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। দেশপ্রেমের চেতনায় চমৎকার গল্পের এই ভিডিওটি দর্শককে মুগ্ধ করবে। এতে সাবরিন আজাদের পাশাপাশি মডেল হয়েছেন সৈয়দ আব্দুল হাদী নিজে। গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। সুর-সংগীত করেছেন রাজেশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন