কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল (মঙ্গলবার) সকালে গুলিবিদ্ধ লিপন মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলির খোসা পাওয়া যায়। পুলিশ জানায়, লিপন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৬টি মাদকের মামলা রয়েছে। মাদক ব্যবসার দ্বন্দ্বের কারণে তাকে খুন করা হতে পারে বলে পুলিশের ধারণা।
লিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের মৃত ফজলু মিয়ার ছেলে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গতকাল (মঙ্গলবার) সকালে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে কসবা থানা পুলিশ সকাল সাড়ে ন’টায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
কসবা থানার এসআই মো. নুরুল ইসলাম বলেন, নিহতের সুরতহালে দেখা গেছে তার বুকে তিনটি গুলির চিহ্ন রয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, লিপন মিয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় ৬টি মাদকের মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে. মাদক ব্যবসার দ্বন্দ্বের কারণে তাকে খুন করে রাস্তায় ফেলে রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন