স্টাফ রেিপার্টার : প্রথম শহীদ মহিলা কবি মেহেরুন্নেসাকে নিয়ে প্রথম প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে। ১৯৭১ সালে ত্রিশ লক্ষ বাঙালির জীবন ও মা- বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। আর এই স্বাধীনতা সংগ্রামে শহীদ হন বহু কবি, সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, অধ্যাপকসহ হাজারো সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বিভিন্ন সময় এদের নিয়ে নির্মিত হয়েছে নানা চলচ্চিত্র। এরপরেও সকল প্রকার আয়োজন থেকে বাদ পড়েছে বাংলাদেশের প্রথম শহীদ মহিলা কবি মেহেরুন্নেসা। এই প্রয়োজন বোধ থেকেই নির্মিত হয়েছে ‘‘মেহেরুন্নেসা” নামে প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে নবীন চলচ্চিত্রকার রিয়াজ মাহমুদ মিঠুুর পরিচালনায়। প্রামাণ্যচ্চিত্রটি প্রযোজনা করেছে ‘গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ ও ‘স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবন ফাউন্ডেশন’। পরিচালক রিয়াজ মাহমুদ মিঠু বলেন, এই স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটি “কবি মেহেরুন্নেসা”র জীবনের সার্বিক দিক অবলম্বনে নির্মিত। মুক্তিযুদ্ধ জাদুঘর-এর একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বধীনতা উৎসব আয়োজনে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে। মাই টিভিতে ৩১ মার্চ রাত ৮টা ১০ মি. প্রচারিত হবে। প্রামাণ্যচিত্রটিতে অভিনয় করেছেনÑ পারু, নিশী, রাজু, আলী, সাবরিনা, শুভ্রা, হাসান, জিল্লুর, সজীব, সামিরা প্রমুখ। সাক্ষাৎকার দিয়েছেন সংসদ সদস্য কবি কাজী রোজী, শহীদ মেহেরুন্নেসা’র বড় বোন মোমেনা বেগম ও মিরপুর বাংলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম। উল্লেখ্য যে, কবি মেহেরুন্নেসা ১৯৪২ সালের ২০ আগস্ট কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। পিতা আবদুর রাজ্জাক, মাতা নূরুন নেসার চার সন্তানের মধ্যে মেহেরুন্নেসা ছিলেন দ্বিতীয় তার ডাক নাম ছিল রানু। ১৯৪৭ সালে বিভক্ত ভারতের সা¤প্রদায়িক দাঙ্গার পর তার পুরো পরিবার চলে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানে। ১৯৫২ সালে মাত্র দশ বছর বয়স থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন। তার খুরধার লেখনীর মাধ্যমে জায়গা করে নেন তৎকালীন প্রায় সকল পত্রিকায়। মেহেরুন্নেসা ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে সংগ্রাম কমিটির সদস্য ছিলেন এবং কাজী রোজী’র অ্যাকশন কমিটির সক্রিয় সদস্য ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নির্বাচনী এজেন্ট হিসেবে মিরপুরে দায়িত্ব পালন করেন। ১৯৭১ মুক্তিযুদ্ধের প্রাক্কালে ৭ মার্চ রেসকোর্স মায়দানে বঙ্গবন্ধুর অবিস্মরণী সমাবেশে বন্ধুদের নিয়ে অংশগ্রহণ করেন। অবাঙালীয়দের হুঁশিয়ারি উপেক্ষা করে ২৩ মার্চ ১৯৭১ সালে মিরপুরের নিজবাড়িতে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। এই অপরাধে ২৭ মার্চ তাঁকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আর তিনি হন বাংলাদেশের প্রথম শহিদ মহিলা কবি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন