বিনোদন ডেস্ক : প্রথম মিউজিক ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে আসছেন মোমিন খান। ‘প্রেমকাব্য’ নামে গানটির সংগীতায়োজন করেছেন তানজিল হাসান। গানটির কথা এবং সুর করেছেন মোমিন খান নিজেই। মোমিন খান জানান, ইতোমধ্যে মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন শাদ শাহ। ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসার কথা প্রকাশ পেয়েছে গানটিতে। রোমান্টিক এই ভিডিওটি ঈগল মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ঈগল মিউজিক ভিডিও স্টেশন থেকে প্রকাশিত হয়েছে। বিগত ভালোবাসা দিবসে প্রকাশিত ‘জানবে তুমি’ নামে একটি মিক্সড অ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশ ঘটে মোমিন খানের। অ্যালবামটিতে শাদ শাহ-এর সঙ্গিতায়োজনে ‘শুনতে কি পাও’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মোমিন খান। তাছাড়া বিগত বছরে তার লেখা এবং সুর করা বেশ কিছু গান প্রকাশ পেয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন