বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী গরীব সঞ্জয়ের গাওয়া ‘বৈশাখ এলো আমার বাংলাদেশে’ নামে একটি গানের ভিডিও নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন নাজমুল রনি। ডিওপি হিসেবে আছেন রনি খান। এতে মডেল হয়েছেন রনি রাজ, নীলা, মাসরুর, রিয়া, নিহাফ, সনিয়া, তপু, অন্তুর দাস, সুন্দর আলী দেওয়ান। নরসিংদীর মাদবদীতে অবস্থিত ইমন গার্ডেনে রেড ক্যামেরায় চিত্রায়িত হয়েছে এই মিউজিক ভিডিওটি। কোরিওগ্রাফি করেছেন আতির হাসান রনি। ভিডিওটির সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন কণ্ঠশিল্পী এফএ সুমন। নাজির মাহমুদ কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। শিল্পী জানান, এপ্রিলের ১ তারিখ গানটি অডিও ও ভিডিও আকারে প্রকাশ করা হবে। আলেয়া প্রোডাকশনের ইউটিউব পেইজে দেখা যাবে ভিডিওটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন