শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভারত-বাংলাদেশ নজরুল সম্মেলন ২০১৭

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নজরুলভিত্তিক প্রতিষ্ঠান অগ্নিবীণা, কলকাতার আয়োজনে বাংলাদেশের একমাত্র প্রাচীনতম নজরুল চর্চা গবেষণার পথিকৃৎ প্রতিষ্ঠান নজরুল একাডেমি বাংলাদেশ থেকে আমন্ত্রিত প্রতিষ্ঠান হিসাবে সম্প্রতি আট দিনব্যাপী ‘ভারত বাংলাদেশ নজরুল সঙ্গীত সম্মেলন ২০১৭’ উপলক্ষে কলকাতা শহর ও পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন জেলায় অংশগ্রহণ করে। নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমানের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট কর্মকর্তা ও শিল্পীদল ৮ দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিটি অনুষ্ঠানের শুরুতে নজরুল একাডেমির কর্মকর্তা ও শিল্পীবৃন্দদের কলকাতার অগ্নিবীণা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সম্মেলনে শিল্পীবৃন্দের পরিবেশনায় নজরুলের বিভিন্ন আঙ্গিকের গান উপস্থিত শ্রোতাদের বিপুল প্রশংসা ও সুনাম অর্জনে সক্ষম হয়। কবির জন্মস্থান চুরুলিয়ায় বিপুল জনসমাগমের মধ্যে প্রমিলার কবর এবং ঢাকায় জাতীয় কবির সমাধিসৌধ থেকে মাটি বহন করে নিয়ে তৈরি করা নজরুলের কবরে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ করা হয়। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের বড় ভাই কাজী আলী হোসেনের বংশধর, চুরুলিয়াবাসী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনগণ ও নজরুল একাডেমির পক্ষে সাধারণ সম্পাদক মিন্টু রহমান মূল বক্তব্যে সমস্ত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজী নজরুল ইসলাম-এর অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা, সহঅবস্থানে বিশ^াসী ও মানবতাবাদী দর্শনে পরিচালিত হওয়ার উদাত্ত আহŸান জানান এবং নিজ নিজ ধর্ম পালনের জন্য মনোযোগী হওয়ার অনুরোধ করেন। পশ্চিম বাংলার বাঙালিরা এই আহŸানকে বিপুল করতালির মাধ্যমে স্বাগত জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন