শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এখন শুধু আমি ও আহমেদ শরীফ আছি -বাবর

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন আরেক চলচ্চিত্র অভিনেতা বাবর। তিনি বলেন, চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সেই সাথে আমাদের চলচ্চিত্রের সোনালী যুগে যারা খলনায়ক চরিত্রে অভিনয় করতেন, তাদের সংখ্যাটাও শেষ পর্যায়ে এসে গেল। এখন সেই সময়ের খলনায়ক বলতে আমি ও আহমেদ শরীফ জীবিত আছি। আমরা চলচ্চিত্র থেকে কিছুটা দূরে সরে গেলেও মিজু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অভিনয় করে গেছেন। তার সাথে আমার সম্পর্কটা ছিল অত্যন্ত মধুর। তিনি কখনো আমাকে বাবর বা বাবর ভাই বলে ডাকতেন না। ডাকতেন ‘সিনিয়র’ বলে। ওর মতো ইন্টেলিজেন্ট অভিনেতা আমাদের চলচ্চিত্রে কমই ছিল। ওর চলে যাওয়ায় এখন এমন এক শূন্যতা সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়। বাবর বলেন, আমাদের সময়ে ভিলেনে ভিলেনে প্রতিযোগিতা হতো। দর্শক মনে কে কতটা বেশি শিহরণ জাগাতে পারতো, এ নিয়ে প্রতিযোগিতা চলতো। আমি, জসিম, মঞ্জুর রাহী, আহমেদ শরীফ, মাহবুব গুইÑ আমাদের মধ্যে পর্দার লড়াইটা দর্শক দারুণ উপভোগ করতো। এখন একে একে সবাই চলে যাচ্ছে। বাকি আছি আমি ও আহমেদ শরীফ। বর্তমানে ভিলেন বলতে একমাত্র মিশা সওদাগর আছে। আল্লাহ না করুন, ওর অনুপস্থিতিতে চলচ্চিত্রের কী অবস্থা হবে! একটি দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে শিল্পী শূন্যতা হলে, তা টিকে থাকা অসম্ভব। আমাদের চলচ্চিত্রের বর্তমান করুণ দশার জন্য অধিক সংখ্যক খলনায়ক চরিত্রে অভিনেতা না থাকা অন্যতম কারণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন