বিনোদন ডেস্ক: সঙ্গীতশিল্পী গুঞ্জন পার্থর নতুন অ্যালবাম ‘মনেরই জানালায়’। তিনি একাধারে গায়ক, গীতিকার ও সুরকার। তার প্রথম মিক্সড অ্যালবাম ‘অধরা’ প্রকাশিত হয় ২০১৫ সালে। ভালবাসা দিবসে বাংলাদেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিকের ব্যানারে তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। অ্যালবামে ভিন্ন স্বাদের ছয়টি গান রয়েছে। বিজন রায়, পি বি রুদ্র ও গুঞ্জন পার্থ অ্যালবামে কথা ও সুরারোপ করেছেন। সঙ্গীতায়োজন করেছেন বিজন রায়। গুঞ্জন জানান ঈগল মিউজিক-এর কর্ণধার কচি আহমেদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বড় ভাই ও অভিভাবক হিসাবে তিনি পাশে ছিলেন বলেই এই অ্যালবাম প্রকাশিত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন