বিনোদন ডেস্ক : দেশবরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন মে মাসের শুরুতে ২০ দিনের সফরে কানাডা যাচ্ছেন। এ সফরে তিনি দেশটির তিনটি শহরে তিনটি কনসার্টে অংশ নেবেন। প্রথমে টরেন্টোতে কনসার্ট করবেন। এরপরের দুটি কনসার্ট হবে মন্টিয়ান ও কেলবেরিতে। সাবিনা জানান, বিদেশের মাটিতে গান করাটা আমি সব সময়ই উপভোগ করি। প্রবাসী শ্রোতারা নিজের দেশের শিল্পীকে পেলে ভীষণ খুশি হন। বছরের পর বছর দেশ ছেড়ে দূরে থাকার কষ্ট ভুলে যান কিছু মুহূর্তের জন্য। তাই বিদেশের কনসার্টগুলোতে প্রবাসী শ্রোতাদের অনুরোধের গানগুলো গাওয়ার চেষ্টা করি। এদিকে গুণী এই শিল্পী বর্তমানে সঙ্গীতবিষয়ক বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ নাদের চৌধুরী পরিচালিত মেয়েটি এখন কোথায় যাবে সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন