রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের লাইব্রেরিতে গতকাল বৃহস্পতিবার এক নারী মেম্বারকে ধর্ষণের সময় তাদের হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। ঘটনার পর লোকজন চেয়ারম্যান জান্নাত আলী ও মেম্বার আলাল উদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ উপজেলার ১নং বাজুবাঘা ইউনিয়ন পরিষদ কক্ষের লাইব্রেরিতে দরজা-জানালা বন্ধ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা একজোট হয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে। এরপর থানা পুলিশে খবর দিলে পুলিশ ওই পরিষদের লাইব্রেরি কক্ষ থেকে ভিকটিম নারী মেম্বার ও পুরুষ মেম্বার আলাল উদ্দিনকে হাতেনাতে ধরে থানায় নিয়ে আসে। আলাল উদ্দিন ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য। ধর্ষণের শিকার নারী মেম্বার পুলিশকে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে অন্যদের সঙ্গে তিনিও বাড়িতে ফেরার প্রস্তুতি নেন। এ সময় মেম্বার আলালউদ্দিন তাকে জানায়, চেয়ারম্যানের সঙ্গে জরুরি কথা আছে। এই বলে লাইব্রেরির কক্ষে নিয়ে যায়। কথামত তিনি ওই মেম্বারের সঙ্গে লাইব্রেরিতে প্রবেশ করলে দরজা-জানালা বন্ধ করে কুপ্রস্তাব দেয় মেম্বার আলাউদ্দিন। এক পর্যায়ে প্রকল্প পাইয়ে দেয়ার নামে তাকে ধর্ষণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন