বিনোদন ডেস্ক: স্ন্যাপচ্যাট ভিডিওতে ব্যঙ্গ করে মাইলস ব্যান্ডের শাফিন আহমেদকে ক্ষেপিয়ে দিলেন গায়ক-সঙ্গীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির। সেই ভিডিও ফেসবুকে আপ করলে, তার উত্তরও দিয়েছেন শাফিন। গত বৃহস্পতিবার আপলোড করা ভিডিওতে ফুয়াদ বলেন, হ্যালো, আমি শাফিন বলছি শাফিন আহমেদ। তোমার যখন লুঙ্গি পরো তখন আমি লন্ডন থেকে বাংলাদেশে লেদার প্যান্ট এনেছি প্রথম। আমার জন্য না হলে তোমরা এখনো লুঙ্গি পরে গামছা বেঁধে হারমোনিয়াম-তবলা নিয়ে গণসঙ্গীত করতে। বুঝতে হবে আমাদের অবদান। তোমাদের ব্যান্ড সঙ্গীত কী আমি বুঝিয়েছি। গত শুক্রবারে এ নিয়ে ফেসবুক ভিডিওতে শাফিন বলেন, আমি ভিডিও মেসেজটা পাঠাচ্ছি মূলত ফুয়াদের জন্য। ফুয়াদ দ্য মিউজিসিয়ান। যে মিউজিশিয়ান অনেকের অনেক এক্সপেক্টেশন আছে। আমিও তাকে অনেক ট্যালেন্টেড মনে করেছি। অ্যান্ড আই থট বাংলাদেশের মিউজিক সিনে অনেক বছর ধরে ভালো কিছু ইনপুট দিতে পারবে ফুয়াদ। কিন্তু মাথা নষ্ট হয়ে গেলে তো কিছু করার নাই। তিনি জানান, তাকে নিয়ে কৌতুক করার জন্য ক্ষমা চাইতে হবে। অবশ্য পরে জানান, তার অনেক ভক্ত ফুয়াদকে ক্ষমা করে দিতে বলেছেন। তিনি বলেন, আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু ইগনোর করতে পারব না। অন্তত এক মাস বিষয়টি ভুলতে পারবেন না। এদিকে শাফিনের বার্তার পরও নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কৌতুক করা বন্ধ করেননি ফুয়াদ। এমনকি শাফিনের ভিডিওটিও শেয়ার করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন