শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেহেদি হত্যার ১ মাস পার হলেও পুলিশ ইউপি সদস্যসহ মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহারের মেহেদি হত্যা ঘটনার দীর্ঘ এক মাস পার হলেও এ মামলার ১২ জন আসামির মধ্যে এ পর্যন্ত পুলিশ মাত্র তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। এই হত্য মামলার মূল আসামি এক ইউপি সদস্যসহ অনন্যা আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, সান্তাহার নতুন সাহাপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মেহেদি হাসানের মামা আব্দুল মতিন সান্তাহার বাঁশহাটি নামকস্থানে একটি বাড়ির নির্মাণ কাজের সময় আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। মামার কাছে অন্যায়ভাবে চাঁদা দাবি করায় ভাগিনা মেহেদি হাসান এর প্রতিবাদ করলে তাকে উল্লেখিত আসামিরা হত্যার হুমকি দেয়। এর জের ধরে গত ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেদি হাসান ও তার মামা নিজ বাড়ি ফেরার পথে শহরের-জয়পুরহাট বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে পথ রোধ করে মেহেদি হাসানকে ছুরিকাহত করে আসামিরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় মেহেদিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করার পর গভীর রাতে সে মারা যায়। এই ঘটনার পর রাতে মেহেদি হাসানের পিতা গোলাম মোস্তফা বাদী হয়ে আদমদীঘি থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ এ পর্যন্ত তিন জন আসামিকে গ্রেফতার করে বগুড়া আদালতে প্রেরণ করেছে। দীর্ঘ এক মাস অতিবাহিত হলেও পুলিশ মূল আসামিসহ অন্য আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির বলেন, মেহেদি হাসান হত্যায় এ পর্যন্ত তিন জন আমাসিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন