স্টাফ রিপোর্টার : তাজমেরীন ইভানা। এই সময়ের মিউজিক ভিডিওর অন্যতম মডেল। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার টপ মডেল বলা হয় তাকে। এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পীদের বেশীরভাগ গানেই তাকে মডেল হিসেবে উপস্থাপন করা হচ্ছে তাকেই। ইভানা একই সঙ্গে অভিনয়ও করছেন। সর্বশেষ তিনি অভিনয় করলেন অনন্য ইমনের নতুন নাটক ‘ক্রসিং’-এ। নাটকটি আগামী মাসে এটিএন বাংলায় প্রচার হবে বলে জানান ইভানা। পাশাপাশি তিনি জানান অভিনয় করলেও নিজেকে মডেল হিসেবেই প্রতিষ্ঠা করতে চান তিনি। যে কারণেই মিউজিক ভিডিওকে প্রাধান্য দিচ্ছেন। সঙ্গীতা প্রযোজিত এই সময়ের গুণী শিল্পী দ্বীপ স্বরলিপির গানের মডেল হয়েছেন, পাশাপাশি হাবিব ওয়াহিদ, ইমরানের মত জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের গানের ভিডিওতেও আসছেন খুব শীঘ্রই। সঙ্গীতার কর্ণধার সেলিম খান বলেন, ‘ইভানা খুবই ফটোজেনিক। আর যে কোন গানের ভিডিওতে যে কোন মডেলের এই গুণটাকেই গুরুত্ব দেয় হয়। সেই দিক থেকেই ইভানা সঙ্গীতার টপ মডেল লিস্টে উঠে এসেছেন। আমরা তাকে নিয়ে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি যা সামনে দেখা যাবে।’ এদিকে অডিও প্রযোজনার অন্যতম এই প্রতিষ্ঠান বর্তমানে কাজ করছে একটি পূর্ণাঙ্গ মিউজিক চ্যানেল প্রতিষ্ঠার। চলতি বছরেই এর উদ্বোধন করা হবে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন