শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইউসিবি-আমেরিকান এ্যালামনাই অ্যাসোসিয়েশন সমঝোতা চুক্তি

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং আমেরিকান এ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী ও আমেরিকান এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও আমেরিকান এ্যালামনাই অ্যাসোসিয়েশনের কো-চেয়ার মার্সিয়া বার্নিকাট ও ইউসিবির অন্যতম পরিচালক ও আমেরিকান এ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য শরিফ জহির অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
এছাড়া, আমেরিকান এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য একটি বিশেষ ভিসা এ্যাফিনিটি প্লাটিনাম কার্ডের উদ্বোধন করা হয়। আমেরিকান এ্যালামনাই অ্যাসোসিয়েশন সদস্যদের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কার্ড সার্ভিসের সৌজন্যে আমেরিকান এ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো সংযুক্ত বিশেষ ডিজাইনের ভিসা এ্যাফিনিটি প্লাটিনাম কার্ডের উদ্বোধন করা হয়। সমঝোতা চুক্তি অনুযায়ী, আমেরিকান এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ইউসিবির প্রায়োরিটি ব্যাংকিং ডিভিশন-ইউসিবি ইমপেরিয়াল ব্যাংকিং-এর গ্রাহক হলে বিশেষায়িত সুবিধা উপভোগ করতে পারবেন। এ্যালামনাই সদস্যবৃন্দ ইমপেরিয়াল ব্যাংকিং-এর গ্রাহক হিসাবে বার্ষিক ফি মুক্ত প্লাটিনাম ক্রেডিট ও ডেবিট কার্ড, সকল রিটেল পণ্যে হ্রাসকৃত মূল্যসহ বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার চৌধুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন