বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বৃহন্নলার গল্প চুরির অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অবশেষে টনক নড়েছে সরকারের। মুরাদ পারভেজ পরিচালিত বৃহন্নলার বিরুদ্ধে গল্প নকলের অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে সেন্সর বোর্ড। ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এবং সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ তে সেরা ছবি নির্বাচিত হয়েছে বৃহন্নলা। পাশাপাশি ছবিটি সেরা কাহিনী ও সেরা সংলাপ রচনা বিভাগে পুরস্কার পেতে যাচ্ছেন মুরাদ পারভেজ। পুরস্কার ঘোষণার পরপরই ছবিটির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ ওঠে। বিভিন্ন মহল থেকে বলা বৃহন্নলা তৈরি হয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল গল্প অবলম্বনে। অথচ মুরাদ পারভেজে নিজেই ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন বলে প্রচার করেছেন। গত কয়েকদিন বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি নজরে এসেছে কর্তৃপক্ষের। জানা যায়, ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে বিষয়টি খতিয়ে দেখার জন্য তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ এর জুরি বোর্ডের চেয়ারম্যান এস এম হারুন-অর রশিদ। তিনি সাংবাদিকদের বলেছেন, ছবিটি ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদান লাভ করে। তখন একটি স্ট্যাম্পে ছবির নির্মাতা লিখিত দেন যে ছবির গল্পটি মৌলিক। এখন যে অভিযোগ উঠেছে, তা যাচাইবাছাই শেষে যদি প্রমাণিত হয়, তিনি মৌলিক গল্পে ছবি নির্মাণ করেননি, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আর এটাই তো স্বাভাবিক। নইলে জুরি বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে। একজনের অপরাধের জন্য এমনটি হতে দেয়া যায় না। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে বৃহন্নলার গল্প নিয়ে অভিযোগ সম্বলিত সংবাদ প্রকাশের পরপরই মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করি। এমন কী ২-৩ জনকে নিয়ে একটি কমিটি করে সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল গল্প পড়ার পর ছবিটি দেখার জন্য অনুরোধও করেছি। এদিকে তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখানে চলচ্চিত্র বিষয়ক শাখা থেকে জানানো হয়, বৃহন্নলা নিয়ে তদন্তের চিঠি এখনো তারা পাননি। এ বিষয়ে কোনো নির্দেশনা বা অনুরোধ আসলে অবশ্যই সেটি খতিয়ে দেখা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন