শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

স্কোর কার্ড, বাংলাদেশ-জিম্বাবুয়ে, ৩য় ওয়ানডে

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ-জিম্বাবুয়ে, ৩য় ওয়ানডে
শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
টস : জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ইনিংস    রান    বল    ৪    ৬
মাসাকাদজা ক মোসাদ্দেক ব শহীদ    ২০    ১৪    ৫    ০
সিবান্দা ক সাব্বির ব সাকিব    ৪৪    ৩৩    ৬    ১
মুতুম্বামি ক সাব্বির ব সাকিব    ২০    ১৪    ১    ১
উইলিয়ামস এলবি ব রুন    ৩২    ২৬    ২    ১
ওয়ালার ক সৌম্য ব সাকিব    ৪৯    ২৩    ২    ৪
সিকান্দার ক সাব্বির  রনি    ৭    ৬    ১    ০
মুর অপরাজিত    ১০    ৪    ০    ১
ক্রেমার অপরাজিত    ০    ২    ০    ০
অতিরিক্ত (এলবি ২, ও ৩)    ৫
মোট (৬ উইকেট, ২০ ওভার)    ১৮৭
উইকেট পতন : ১-৪৫ (মাসাকাদজা), ২-৮০ (মুতুম্বামি), ৩-৮৯ (সিবান্দা), ৪-১৬৩ (ওয়ালার), ৫-১৭৭ (উইলিয়ামস), ৬-১৮৬ (সিকান্দার)
বোলিং : রনি ৪-০-৪০-২, শহীদ ৩-০-৩২-১, মুক্তার ২-০-১৭-০, মাশরাফি ৪-০-৩৭-০, সাকিব ৪-০-৩২-৩, মোসাদ্দেক ২-০-১০-০, মাহমুদুল্লাহ ১-০-১৭-০।
বাংলাদেশ ইনিংস    রান    বল    ৪    ৬
ইমরুল বোল্ড চিসরো    ১    ৩    ০    ০
সৌম্য ক মাসাকাদজা ব ক্রেমার    ২৫    ২১    ৩    ১
সাব্বির ক মুজারাবানি ব সিকান্দার    ৫০    ৩২    ৯    ০
মোসাদ্দেক বোল্ড সিকান্দার    ১৫    ১৯    ১    ০
সাকিব ক ওয়ালার ব ক্রেমার    ৩    ১০    ০    ০
মাহমুদুল্লাহ ক মুতুম্বামি ব ক্রেমার    ৬    ৪    ০    ০
মুক্তার অপরাজিত    ১৯    ১৫    ১    ১
সোহান অপরাজিত    ৩০    ১৭    ৫    ০
অতিরিক্ত (বা ১, লেবা ২, ও ৩, নো ১)    ৭
মোট (৬ উইকেট, ২০ ওভার)    ১৫৬
উইকেরট পতন : ১-২ (ইমরুল), ২-৬৯ (সৌম্য), ৩-৯২ (সাব্বির), ৪-১০০ (মোসাদ্দেক), ৫-১০২ (সাকিব), ৬-১০৭ (মাহমুদুল্লাহ)
বোলিং : চিসরো ৪-০-১৫-১, ভিটোরি ৪-০-৪৫-০, মুজারাবানি ৩-০-৪১-০, উইলিয়ামস ৩-০-২৭-০, ক্রেমার ৪-০-১৮-৩, সিকান্দার ২-০-৭-২।
ফল : জিম্বাবুয়ে ৩১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : ম্যালকম ওয়ালার (জিম্বাবুয়ে)
সিরিজ : ৪ ম্যাচে ২-১ এ এগিয়ে বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন